চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৪ দিনে ৫৩ জেলে আটক
চাঁদপুরে পদ্মা মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে গত চার দিনে ৫৩ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে। এ সময় সাত লাখ ৫৭ হাজার মিটার কারেন্ট জালসহ ৫১১ কেজি ইলিশ জব্দ করা হয়।
আজ রোববার চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গত ১৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তরে কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের ভ্রাম্যমাণ ৫০টি অভিযান চালায়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে ৫৩ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ৪৫ জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আট জেলের কাছ থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।’
তিনি আরও বলেন, ‘গতকাল ৩১ জেলেকে আটক করা হয়। এই ৩১ জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া পাঁচ জেলের কাছ থেকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।’
‘এর আগে ১৪ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ১৯ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা প্রদান করা হয়। এই অভিযান আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে,’ যোগ করেন তিনি।
Comments