খেলোয়াড়দের মনোভাবের সমালোচনায় জিদান
একে ঘরের মাঠ। তার উপর প্রতিপক্ষ অপেক্ষাকৃত বেশ দুর্বল। চলতি মৌসুমেই সেগুন্দা ডিভিশন থেকে লা লিগায় উন্নতি পেয়েছে। কিন্তু সেই দলটির কাছেই আগের দিন হেরে যায় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে এ ম্যাচে হারের চেয়েও খেলার ধরণে বেশি কষ্ট পেয়েছেন কোচ জিনেদিন জিদান। তাই হারের জন্য কোনো অজুহাত না খুঁজে নিজেদের খেলোয়াড়দের মনোভাবকে দুষেছেন এ ফরাসি কোচ।
শনিবার রাতে পুরো ম্যাচ জুড়ে বল দখলের প্রাধান্য ছিল রিয়ালেরই। কিন্তু ম্যাচে গোল করার মতো অপেক্ষাকৃত ভালো সুযোগ তৈরি করেছিল কাদিজই। দুই দলই ১৪টি করে শত নিয়েছেন। তবে লক্ষ্যে শট ছিল দ্বিতীয় স্তর থেকে উঠে দলটিরই বেশি। মাত্র ২টি শট লক্ষ্যে ছিল রিয়ালের। অন্যদিকে কাদিজের ছিল ৫টি। সবমিলিয়ে তাই ১-০ ব্যবধানের হারও কম মনে হয়েছে জিদানের। প্রথমার্ধেই আর দুই তিনটি গোল খেলে অবাক হতেন না বলে জানান এ কোচ।
'তারা আমাদের চেয়ে আরও বেশি গতি এবং আরও বেশি উত্সাহ নিয়ে খেলেছে। আমরা কোনও অজুহাত দিতে পারি না, আমরা খারাপ খেলেছি এবং আমাদের কাদিজকে অভিনন্দন জানাতে হবে। আমরা মোটেই খুশি নই, শুরু থেকেই আমাদের জন্য এটা খুব কঠিন ছিল এবং প্রথমার্ধে তারা দু'-তিনটি গোল করলে আমি অবাক হতাম না।' -সংবাদ সম্মেলনে এমনটাই বলেন জিদান।
শুরুর দিকে আলভারো নেগ্রেদোর সহায়তায় অতিথিদের পক্ষে জয়সূচক গোলটি করেন অ্যান্থনি লোজানো। শুরু থেকেই আক্রমণে রিয়াল ছিল একেবারেই ছন্নছাড়া। কাদিজের ফরোয়ার্ডরা একাধিক সুযোগ হাতছাড়া না করলে বড় হতেও পারতো। তাই নিজেদের খেলোয়াড়দের মনোভাবে বেশ চিন্তিত জিদান, 'যেভাবে আমরা খেলাটি শুরু করেছি সেটিই আমাকে সবচেয়ে বেশি চিন্তিত করেছে। তারপর আমরা সুযোগ তৈরি করতেও সংগ্রাম করেছি। এটা আমাদের খারাপ সূচনার ফলাফল।'
তবে কাদিজের বিপক্ষে এ হার খুব সহসাই কাটিয়ে উঠবেন বলে আশা করছেন এ ফরাসি কোচ, 'আমি মনে হয় না এই ম্যাচটি (কাদিজের বিপক্ষে) আমাদের উপর খুব বড় প্রভাব ফেলবে, আমরা এটা ঠিক করার চেষ্টা করব। অবশ্যই আজকের রাতটি আমাদের জন্য খুব খারাপ রাত তবে আমরা চেষ্টা করব এবং জিনিসগুলো পরিবর্তন করার চেষ্টা করব। আমরা কেবল তিনটি পয়েন্ট হারিয়েছি। তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, তবে অন্য কিছুই নয়। এখন আমরা আমাদের পরবর্তী খেলা নিয়ে ভাবছি।'
Comments