বরিশালে ধর্ষণ মামলার আসামি পিরোজপুরে গ্রেপ্তার
বরিশালে প্রতিবেশী নারীকে (৩০) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।
আজ রোববার ভোরে পিরোজপুরের কাউখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব জানায়, গত ১২ অক্টোবর দুপুর ১২টার দিকে ভুক্তভোগী নারীকে একা পেয়ে রান্নাঘরের নিয়ে ধর্ষণ করে আসামি। পরে ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের মানুষে এসে তাকে উদ্ধার করে। ১৩ অক্টোবর ওই নারীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে বরিশাল মহানগরীর বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরর পর থেকে অভিযুক্ত সবুজ কান্তি (৫০) পলাতক ছিলেন। পরে র্যাব-৮ এর একটি দল বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে আজ ভোরে তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিকভাবে সবুজ ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে এয়ারপোর্ট পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
Comments