করোনায় মারা গেলেন সিলেটের প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ
করোনা আক্রান্ত সিলেটের প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম মৃত্যুবরণ করেছেন। আজ রোববার রাত সাড়ে আটটার দিকে সিলেটের সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।
সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৭ অক্টোবর অসুস্থ হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলে সেদিন তার করোনাভাইরাস শনাক্ত হওয়ার। এরপর ৮ অক্টোবর থেকে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
আজিজ আহমদ সেলিম সিলেট থেকে প্রকাশিত দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি হিসেবেও কর্মরত ছিলেন।
এর আগে, দেশের প্রাচীনতম আঞ্চলিক দৈনিক যুগভেরী’র সম্পাদক এবং সিলেট জেলা প্রেসক্লাবের টানা দুইবারের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।
সাংবাদিকতার পাশাপাশি সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।
Comments