মমতাকে দুর্গাপূজার শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ রবিবার বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে এই উপহার পাঠানো হয়। 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ প্রটোকল অফিসার আতাউর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী বেনাপোলে পাঠান। উপহার গ্রহণের জন্য ভারতের পেট্রাপোল চেকপোস্টে আগে থেকেই অবস্থান করছিলেন কলকাতাস্থ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা।

কলকাতায় বাংলাদেশি উপ-হাইকমিশনের ডেপুটি কমিশনার বিএম জামাল হোসেন (পলিটিক‍্যাল) জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার সামগ্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দপ্তরে পৌঁছে দেয়া হয়েছে।

Comments

The Daily Star  | English
Digital Health Cards are to be introduced soon in Bangladesh hospitals.

Government plans digital health cards for all citizens

The government has taken an initiative to introduce digital health cards for all citizens, in a bid to eradicate the need of preserving physical prescription and test files by creating a unified digital database.

2h ago