সৌমিত্র চট্টোপাধ্যায়কে হাঁটানোর চেষ্টা চলছে

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে গতকাল রোববার পা ঝুলিয়ে বসানো হয়েছে। চলেছে ফিজিওথেরাপি। আগামী কয়েকদিনের মধ্যে তাকে কোনো কিছুতে ভর দিয়ে হাঁটানোর চেষ্টা করানো হবে।
Soumitra Chatterjee-1.jpg
সৌমিত্র চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে গতকাল রোববার পা ঝুলিয়ে বসানো হয়েছে। চলেছে ফিজিওথেরাপি। আগামী কয়েকদিনের মধ্যে তাকে কোনো কিছুতে ভর দিয়ে হাঁটানোর চেষ্টা করানো হবে।  

চিকিৎসকরা জানিয়েছেন, তাকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে, তার মন ভালো রাখার মতো কিছু গল্প পড়ে শোনানোর কথাও ভাবছেন তারা। এজন্য মেয়ে পৌলমী বসুর সাহায্য নেওয়া হবে। তার নতুন কোনো জটিলতা বা জ্বর আর নেই। অক্সিজেন কার্যত লাগছে না। ভারতের সংবাদমাধ্যমে সূত্রে এসব বিষয় জানা গেছে।

গত ৬ অক্টোবর থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। করোনা নেগেটিভ হলেও সংক্রমণজনিত বিভিন্ন সমস্যা কাটাতে তার চিকিৎসা এখনো চলছে।

উল্লেখ্য, সৌমিত্র চট্টোপাধ্যায় ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। ১৯৫৯ সালে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘অপুর সংসার’ ছবিতে অভিনয় করেন।

সত্যজিতের ৩৪টি সিনেমার মধ্যে ১৪টিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সিনেমা ছাড়াও নাটক ও যাত্রায় অভিনয় করেছেন তিনি। আর অভিনয় ছাড়াও লেখালেখি ও আবৃত্তি করেন গুণী এই শিল্পী।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago