জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তান দলে নেই মালিক, আমির, সরফরাজ

mohammad amir
মোহাম্মদ আমির। ছবি: এএফপি

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ২২ জনের দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক, পেসার মোহাম্মদ আমির ও সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা আব্দুল্লাহ শফিক, আছেন বেশ কয়েকজন তরুণ।

দলে আছেন হায়দার আলি, রোহাইল নাজির, মোহাম্মদ হাসনাইন, মুসা খানদের মতো তরুণরা। পাকিস্তানের বিদায়ী প্রধান নির্বাচক মিসবাহ-উল হক জানান, অভিজ্ঞদের বাদ দিয়ে তরুণদের বাজিয়ে দেখতেই করা হয়েছে এমন স্কোয়াড।  বাদ পড়া অভিজ্ঞরাও অবশ্য নেই সেরা ছন্দে। তাদের জায়গায় দলে আসা আব্দুল্লাহ শফিক প্রথম শ্রেনী ও ঘরোয়া টি-টোয়েন্টির অভিষেকেই সেঞ্চুরি করে নজরে আসেন। 

মঙ্গলবার ৩২ জনের দল নিয়ে পাকিস্তানে আসবে জিম্বাবুয়ে। অক্টোবরের ২১ থেকে ২৭ তারিখ পর্যন্ত বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে তাদের। রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজ শুরু হবে ৩০ অক্টোবর। নভেম্বরের ১ ও ৩ তারিখ বাকি দুই ম্যাচ।

টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুদল যাবে লাহোরে। সেখানে ৭, ৮ ও ১০ নম্ভেম্বর হবে তিন ম্যাচের সিরিজ।

করোনাভাইরাস পরবর্তী সময়ে উপমহাদেশের প্রথম কোন দেশ হিসেবে আন্তর্জাতিক ফেরাচ্ছে পাকিস্তান।

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), হায়দর আলি, আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক, হারিস সোহেল, আবিদ আলি, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, খুশদিল শাহ, মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, রোহাইল নাজির, শাদাব খান, শাহীন আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, হারিস রউফ, মুসা খান, ওয়াহাব রিয়াজ, উসমান কাদের, জাফর গোহার

 

 

 

 

 

Comments

The Daily Star  | English

Garment exporters prefer cheaper Maldives, bypassing Dhaka, Indian airports

Exporters say the traditional air shipment routes through Dhaka, Kolkata, Colombo or Singapore had either become too expensive or too slow

1h ago