রায়হান হত্যা: পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটি গঠন
সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর।
তিন সদস্যের এই কমিটির প্রধান হিসেবে আছেন একজন অতিরিক্ত মহাপরিদর্শক। রায়হান হত্যার প্রধান সন্দেহভাজন ও ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আকবর হোসেন ভুঁইয়াকে পালিয়ে যেতে সহায়তাকারীদের চিহ্নিত করবে এই কমিটি।
আজ সোমবার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা।
তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন:
Comments