শীর্ষ খবর

প্রাথমিকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অনলাইনে আগামী ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা। আবেদনের শেষ সময় ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে।
স্টার ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অনলাইনে আগামী ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা। আবেদনের শেষ সময় ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে।

আজ সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক’ এর শূন্যপদ এবং জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিডিইপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট ‘সহকারী শিক্ষক’ পদে জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।

তবে, তিন পার্বত্য জেলা- রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন না।

সহকারী শিক্ষকদের বেতন হবে জাতীয় বেতন স্কেল-২০১৫ এর গ্রেড ১৩ অনুযায়ী ১১০০০-২৬৫৯০ টাকা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২১ বছর এবং চলতি বছরের ২৫ মার্চ পর্যন্ত সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি।

‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯’ অনুযায়ী এ নিয়োগ হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিস্তারিত তথ্য http://dpe.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

Comments

The Daily Star  | English
Our rising foreign debt and financial worries

Our rising foreign debt and financial worries

The growth of debt exceeding the growth of GDP is a clear sign of vulnerability, the consequences of which are already present.

12h ago