হাজারীবাগে ময়লার বালতিতে শিশুর মরদেহ

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে দুই বছর বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে একটি দোতলা বাড়ির সামনে রাখা ময়লা ফেলার বালতিতে মরদেহটি পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, শিশুটি দোতলা ভবনে বসবাসকারী কারো আত্মীয় না। এখনো তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার রায় দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ধারণা করা হচ্ছে হত্যার পরে শিশুটিকে ময়লার বালতিতে ফেলা যাওয়া হয়। ভবনের বাসিন্দারা সাধারণত বাসার সামনে রাখা ময়লার বালতিতে আবর্জনা ফেলেন। পরে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সেগুলো নিয়ে যায়। সকাল ৮টার দিকে বিষয়টি জানা যায়। মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।’
তিনি আরও বলেন, ‘শিশুটির শরীরে ভারী আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে নাকে রক্ত জমে ছিল। আমরা আশে পাশের ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
Comments