'ইতালিয়ান ফুটবলে রোনালদোর চেয়ে বেশি প্রভাব ফেলেছে ইব্রা'

অনেক বছর থেকেই ইতালিয়ান ফুটবলের সেই রমরমা ভাবটা অনুপস্থিত। সিরি আতে একচ্ছত্র একটি ক্লাবের রাজত্ব। অথচ এক সময় এ লিগে বেশ জমজমাট লড়াই চলত। তবে গত মৌসুম থেকে সিরি আয় কিছুটা পরিবর্তনের আভাস মিলেছে। চলতি মৌসুমে তা টের পাওয়া যাচ্ছে দারুণভাবেই। নতুন রূপে জ্লাতান ইব্রাহিমোভিচের আবির্ভাবেই দেশটির ফুটবলে পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছে বলে মনে করেন আলবার্তো জাকারনি। ইতালিয়ান লিগে ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে অনেক বেশি প্রভাব ফেলেছেন বলে মনে করেন তিনি।
ছবি: সংগৃহীত

অনেক বছর থেকেই ইতালিয়ান ফুটবলের সেই রমরমা ভাবটা অনুপস্থিত। সিরি আতে একচ্ছত্র একটি ক্লাবের রাজত্ব। অথচ এক সময় এ লিগে বেশ জমজমাট লড়াই চলত। তবে গত মৌসুম থেকে সিরি আয় কিছুটা পরিবর্তনের আভাস মিলেছে। চলতি মৌসুমে তা টের পাওয়া যাচ্ছে দারুণভাবেই। নতুন রূপে জ্লাতান ইব্রাহিমোভিচের আবির্ভাবেই দেশটির ফুটবলে পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছে বলে মনে করেন আলবার্তো জাকারনি। ইতালিয়ান লিগে ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে অনেক বেশি প্রভাব ফেলেছেন বলে মনে করেন তিনি।

সিরি আয় এখন পর্যন্ত চার রাউন্ড শেষ হওয়ার পর শীর্ষে রয়েছে এসি মিলান। সাম্প্রতিক সময়ে ইতালিয়ান লিগে ব্যাপারটা অবাক করার মতোই। শেষ ৯ মৌসুম ধরে টানা এ শিরোপা জিতে আসছে জুভেন্টাস। শুরু থেকে শেষ পর্যন্ত এ ক্লাবটির রাজত্ব করে দাপটের সঙ্গে। মিলানের প্রত্যাবর্তনে অনেকেই আশার প্রদীপ জ্বলছেন, আবার হয়তো সেই পুরনো জৌলুস ফিরবে এ লিগে।

মূলত গত জানুয়ারিতে ইব্রাহিমোভিচ ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই বদলে যেতে শুরু করে মিলান। লকডাউনের পর শীর্ষে থাকা প্রায় সব দলকেই হারায় দলটি। শেষ ১২ ম্যাচে অপরাজিত ছিল তারা। যার মধ্যে নয়টি জয় ও তিনটি ড্র করে টেবিলের মাঝ পথ থেকে উঠে এসে জায়গা করে নেয় ইউরোপা লিগেও। আর এ সময়ে দুর্দান্ত ছন্দে থাকা ইব্রা গোল করেছেন ১০টি। আর চলতি মৌসুমে তো শীর্ষেই আছে। আর দলের হয়ে প্রতি ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স করে যাচ্ছেন ইব্রা।

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। তবে তুরিনের ক্লাবে যোগ দেওয়ার লিগের চিত্র তেমন বদলায়নি। উল্টো আরও শক্তিশালী হয়েছে জুভেন্টাস। ধরে রাখে পুরনো দাপট। সবমিলিয়ে তাই ইতালিয়ান লিগে ইব্রার অবদানই বেশি দেখেছেন জাকারনি, 'ইতালিতে সে রোনালদোর চেয়ে অনেক বেশি অবদান রেখেছে। তার আগমনের পর তরুণ খেলোয়াড়রা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠার ঘটনাটি মোটেই কাকতালীয় নয়। সে শুধু স্কোর করে না, সমস্ত সতীর্থদের কাছে আত্মবিশ্বাস প্রেরণ করে, কঠিন মুহূর্তগুলোতে দলকে কাঁধে তুলে এগিয়ে নিয়ে যায়।'

ক্যারিয়ারে অনেক বড় বড় ক্লাবে কোচিং করিয়েছেন জাকারনি। মিলান, ইন্টার মিলান ও জুভেন্টাস কোনো দলই বাদ পড়েনি। অনেক তারকা খেলোয়াড়দের কোচিং করিয়েছেন। কিন্তু তারপরও আক্ষেপ রয়ে গেছে তার। কারণ ইব্রাহিমোভিচকে কোচিং করাতে পারেননি। এ ইতালিয়ানের ভাষায়, 'আমি আমার ক্যারিয়ারে অনেক গ্রেট খেলোয়াড়দের কোচিং করিয়েছি। (অলিভার) বিয়েরহফ হতে শুরু করে (জর্জ) উইয়াহ থেকে আদ্রেয়ানো পর্যন্ত। তবে আমার জীবনে একটাই আক্ষেপ আমি কখনো ইব্রাহিমোভিচকে অনুশীলন করাতে পারিনি। সে একজন সার্বজনীন খেলোয়াড় এবং আমি এখনও বুঝতে পারি না কেন সে ব্যালন ডি'অর জিতেনি।'

উল্লেখ্য, জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে কোভিড-১৯ পজিটিভ হয়ে বর্তমানে আইসোলেশনে আছেন রোনালদো। অবশ্য এর আগে ইব্রাও আক্রান্ত হয়েছিলেন এ ভাইরাসে। মিস করেছেন দুটি ম্যাচ। ফেরার পর সবশেষ মিলান ডার্বিতে তার জোড়া গোলেই জয় পায় এসি মিলান।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank to rescue problem banks

The Bangladesh Bank is set to rescue problem banks including some Shariah-based banks controlled by S Alam Group by managing liquidity or merging a few.

3h ago