বিদেশ যাত্রীদের বেসরকারি ১০ প্রতিষ্ঠানে কোভিড-১৯ পরীক্ষার অনুমতি

বিদেশগামী বাংলাদেশিদের কোভিড-১৯ পরীক্ষার জন্য ১০টি বেসরকারি প্রতিষ্ঠানকে আজ অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগের ১৬টি সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে মোট ২৬টি প্রতিষ্ঠানে বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষার অনুমতি দেওয়া হলো।
ছবি: আমরান হোসেন

বিদেশগামী বাংলাদেশিদের কোভিড-১৯ পরীক্ষার জন্য ১০টি বেসরকারি প্রতিষ্ঠানকে আজ অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগের ১৬টি সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে মোট ২৬টি প্রতিষ্ঠানে বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষার অনুমতি দেওয়া হলো।

বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষার অনুমতির কথা জানিয়ে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি এই ল্যাবগুলোর আরটি-পিসিআর পরীক্ষায় কোভিড-১৯ মুক্ত থাকার সনদ দেশের সব বিমান, স্থল ও নৌবন্দরে প্রদর্শন করে বিদেশে যাওয়া যাবে।

এই প্রতিষ্ঠানগুলো হলো: আন্তর্জাতিক উদরাময় কেন্দ্র (আইসিডিডিআর,বি), মহাখালী, ঢাকা; ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকস, সোবহানবাগ, ঢাকা; ল্যাবএইড লি. ধানমন্ডি ঢাকা; ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, মহাখালী, ঢাকা; আইদেশী, মহাখালী, ঢাকা; পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা; স্কয়ার হাসপাতাল, পান্থপথ, ঢাকা; এভারকেয়ার হাসপাতাল, বসুন্ধরা, ঢাকা; প্রাভা ডায়াগনস্টিক, বনানী, ঢাকা; ইউনাইটেড হাসপাতাল, গুলশান, ঢাকা।

Comments

The Daily Star  | English
government changed office hours

Govt office hours 9am-3pm from Sunday to Tuesday

The government offices will be open from 9:00am to 3:00pm for the next three days -- from Sunday to Tuesday -- this week, Public Administration Minister Farhad Hossain said today

1h ago