শীর্ষ খবর

সিনহা হত্যা মামলার বৈধতা চ্যালেঞ্জ মামলার পরবর্তী শুনানি ১০ নভেম্বর

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার চলমান বিচারিক কার্যক্রমকে বেআইনি ও অবৈধ দাবি করে উচ্চ আদালতে আসামিপক্ষের করা ফৌজদারী রিভিশন মামলার অধিকতর শুনানির জন্য ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সিনহা মো. রাশেদ খান। ছবি: সংগৃহীত

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার চলমান বিচারিক কার্যক্রমকে বেআইনি ও অবৈধ দাবি করে উচ্চ আদালতে আসামিপক্ষের করা ফৌজদারী রিভিশন মামলার অধিকতর শুনানির জন্য ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। 

গত ৪ অক্টোবর এ মামলা করেন সিনহা হত্যা মামলার প্রধান আসামি পুলিশের বহিস্কৃত পরিদর্শক লিয়াকত আলী।

আজ মঙ্গলবার বেলা ১টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ঈসমাইলের আদালতে এই মামলার শুনানি হয়। 

শুনানিতে লিয়াকত আলীর পক্ষে তার আইনজীবী মাসুদ সালাহ্ উদ্দীন বক্তব্য উপস্থাপন করেন। 

এসময় সিনহা হত্যা মামলার বাদী সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌসের পক্ষে তার আইনজীবি মো. মোস্তফ রিভিশন মামলাটির পূর্ণাঙ্গ শুনানির জন্য আদালতে সময়ের আবেদন জানান। 

বিচারক এ সময় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুর আলমের মতামত জানতে চান।

পিপি ফরিদুল আলম আদালতকে জানান, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলাটি আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলা। এ মামলার বিচারিক কার্যক্রমকে বেআইনি ঘোষণার জন্য একটি ফৌজদারী রিভিশন মামলা হয়েছে। সার্বিক বিবেচনায় মামলার বিবাদী পক্ষের সময়ের আবেদন আদালত মঞ্জুর করতে পারেন। 

এরপর বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে মামলার পরবর্তী শুনানির জন্য ১০ নভেম্বর দিন ধার্য করেন বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন ফরিদুল আলম।

Comments

The Daily Star  | English
Our rising foreign debt and financial worries

Our rising foreign debt and financial worries

The growth of debt exceeding the growth of GDP is a clear sign of vulnerability, the consequences of which are already present.

12h ago