মোরাতার জোড়া গোলে ডায়নামো কিয়েভকে হারাল জুভেন্টাস

লড়াইটা ছিল গুরু আর শিষ্যের। ২৫ বছর আগে যার হাত ধরে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হয় সেই মিরসেয়া লুচেস্কুর মোকাবেলা এবার কোচ হয়ে করলেন আন্দ্রেয়া পিরলো। আর সে লড়াইয়ে জয় পেয়েছেন শিষ্যই। লুচেস্কুর ডায়নামো কিয়েভকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা দারুণ করল পিরলোর জুভেন্টাস।
ছবি: রয়টার্স

লড়াইটা ছিল গুরু আর শিষ্যের। ২৫ বছর আগে যার হাত ধরে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হয় সেই মিরসেয়া লুচেস্কুর মোকাবেলা এবার কোচ হয়ে করলেন আন্দ্রেয়া পিরলো। আর সে লড়াইয়ে জয় পেয়েছেন শিষ্যই। লুচেস্কুর ডায়নামো কিয়েভকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা  দারুণ করল পিরলোর জুভেন্টাস।

ইউক্রেনের অলিম্পিস'কিজ কিয়েভের মাঠে মঙ্গলবার ডায়নামো কিয়েভকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। দলের হয়ে দুটি গোলই করেছেন চলতি মৌসুমে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে তুরিনের ক্লাবে যোগ দেওয়া স্প্যানিশ তারকা আলভারো মোরাতা।

এদিন দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়া একাদশ সাজাতে হয় পিরলোকে। উয়েফা নেশন্স লিগের ম্যাচে পর্তুগালের হয়ে খেলতে গিয়ে কোভিড-১৯ পজিটিভ হওয়ায় বর্তমানে আইসোলেশনে রয়েছেন রোনালদো। শুরুর একাদশে ছিলেন না পাওলো দিবালাও। তবে তারপরও জিয় তুলে নিতে খুব একটা বেগ পেতে হয়নি দলটিকে।

ম্যাচের ১২তম মিনিটে এগিয়ে যেতে পারতো সফরকারীরা। বাঁ প্রান্ত থেকে ফেদেরিকো কিয়েসার নেওয়া কোণাকোণি শট ঝাঁপিয়ে পড়ে দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন কিয়েভ গোলরক্ষক জিওর্জি বুশান। দুই মিনিট পর এই বুশানই প্রায় বিপদ ডেকে এনেছিলেন। কর্নার থেকে উড়ে আসা বল ফিস্ট করতে গিয়ে মিস করলে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন জিয়ের্জিও কিয়েলিনি। তবে অল্পের জন্য লক্ষ্যে রাখতে পারেননি এ ডিফেন্ডার।

১৯তম মিনিতে ধাক্কা খায় জুভেন্টাস। ইনজুরিতে পড়ে কিয়েলিনি মাঠ ছাড়েন ডিফেন্ডার কিয়েলিনি। ৩৩তম মিনিটে প্রায় গোল পেয়ে গিয়েছিল সফরকারীরা। বাঁ প্রান্তে এক খেলোয়াড়কে কাটিয়ে ডি-বক্সে ঢুকে দেজান কুলুসেভস্কিকে দারুণ কাটব্যাক করেছিলেন অ্যারন রামসি। পেছনের পায়ে দারুণ ব্যাকহিল করেছিলেন এ সুইডিশ মিডফিল্ডার। তবে ঝাঁপিয়ে তা ফিরিয়ে দেন কিয়েভ গোলরক্ষক জিওর্জি বুশান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় জুভেন্টাস। সতীর্থের কাছ থেকে বল পেয়ে দারুণ এক ব্যাকহিলে কুলুসেভস্কিকে বল দেন রামসি। লুসেভস্কির শট গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে ঠেকালেও ফিরতি বলে আলতো টোকায় বল জালে পাঠাতে ভুল করেননি আলভারো মোরাতা। ৮৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোরাতা। ডান প্রান্ত থেকে হুয়ান কুয়াদ্রাদোর ক্রসে দৌড়ে এসে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন এ স্প্যানিশ তারকা।

এরপর অবশ্য গোল শোধ করতে বেশ চেষ্টা করেছিল ডায়নামো। জুভ শিবিরে চাপও সৃষ্টি করেছিল। কিন্তু গোলের দেখা পায়নি দলটি। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ইউক্রেনের দলটির। জয়ে শুরু করে জুভেন্টাস। 

Comments

The Daily Star  | English

Agargaon-Motijheel: Metro services resume 11 hours after suspension

Metro rail operations resumed on Agargaon-Motijheel section at 8:25pm, after around 11 hours suspension of services

1h ago