মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা হচ্ছে না
করোনা প্রাদুর্ভাবের কারণে এ বছরের মাধ্যমিক স্তরে বার্ষিক পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বুধবার অনলাইন সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সব শিক্ষার্থী পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে। ৩০ কর্ম দিবসের একটি পাঠ্যসূচি তৈরি করা হয়েছে। সংক্ষিপ্ত এই পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইমেন্ট দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শিখন ফলের ঘাটতি বুঝে পরবর্তী ক্লাসে রেমিডিয়াল ক্লাস নেওয়া হবে। প্রতি সপ্তাহে অ্যাসাইমেন্ট জমা নেওয়া হবে। এখানে ফলাফলের কোনো বিষয় নেই। কোনো মার্কিং হবে না, গ্রেডিং করা হবে না। কোভিড পরিস্থিতিতে গ্রেডিং করলে বাচ্চাদের ওপর চাপ বাড়বে। ৩০ কর্ম দিবসে কতটুকু পড়তে হবে এনসিটিবি সেটা ঠিক করে দেবে। অনলাইনে অ্যাসাইনমেন্ট দেওয়া ও জমা নেওয়া হতে পারে অথবা স্বাস্থ্যবিধি মেনে সরাসরিও হতে পারে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, টিভি ক্লাসে পাঠ্যসূচি জানিয়ে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাঠ্যসূচি দেওয়া হবে। প্রতিষ্ঠানের প্রধানদের কাছেও পৌঁছে দেওয়া হবে।
Comments