বাংলাদেশে জাহাজ রিসাইক্লিং শিল্পে বিনিয়োগে আগ্রহী নরওয়ে

বাংলাদেশে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগ করার আগ্রহ জানিয়েছে নরওয়ে। নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-স্ভেন্দসেন আজ বুধবার এক ভিডিও কনফারেন্সে এ আগ্রহের কথা জানান।
ছবি: ইউএনবি

বাংলাদেশে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (রিসাইক্লিং) শিল্পে বিনিয়োগ করার আগ্রহ জানিয়েছে নরওয়ে। নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-স্ভেন্দসেন আজ বুধবার এক ভিডিও কনফারেন্সে এ আগ্রহের কথা জানান।

সম্মেলনে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিনের সঙ্গে আলাপকালে তিনি পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের এক সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।

নরওয়ের রাষ্ট্রদূত বলেন, উভয় দেশের অবস্থান উপকূলবর্তী হওয়ায় বাংলাদেশ ও নরওয়ের মধ্যে পরিবেশগত অনেক মিল আছে। আর, সে কারণেই দুই দেশের সাগর নিয়ে কাজ করার সুযোগ আছে।

তিনি বলেন, 'নরওয়ের জাহাজ রিসাইক্লিং শিল্পে কাজ করার অভিজ্ঞতা আছে। এক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানো যেতে পারে। নরওয়ে এখন বাণিজ্য ও বিনিয়োগে আগ্রহী'

এসময় জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য বিমোচন, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণসহ অন্যান্য সমস্যা মোকাবিলায় একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তারা। বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রে এক সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দেন।

মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, সরকার ব্যাপক বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করে সব ধরনের দূষণ নিয়ন্ত্রণে একটি টেকসই পরিবেশ তৈরিতে কাজ করছে।

তিনি বলেন, ঢাকায় ক্লাইমেট ভালনারেবিলিটি ফোরামের আঞ্চলিক অফিস ও গ্লোবাল সেন্টার অব অ্যাডাপ্টেশন এর কার্যালয় খোলার মাধ্যমে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আন্তর্জাতিক ফোরামে আরও শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে।

এ সময়, অতিরিক্ত সচিব (পরিবেশ) মাহমুদ হাসান, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরী ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহমদ উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

4h ago