ফেনীতে ডিবি পরিচয়ে ইসলামী ব্যাংকের ২৮ লাখ টাকা ছিনতাই
ফেনীর দাগনভূঞা উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার সদস্য পরিচয়ে ইসলামী ব্যাংকের ২৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখার ব্যবস্থাপক জাফর উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, এ ঘটনায় থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়েছে।

স্টার অনলাইন গ্রাফিক্স
ফেনীর দাগনভূঞা উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার সদস্য পরিচয়ে ইসলামী ব্যাংকের ২৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখার ব্যবস্থাপক জাফর উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, এ ঘটনায় থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়েছে।
তিনি আরও বলেন, গতকাল সন্ধ্যায় সোনাগাজীর তাকিয়া বাজার ও কুঠিরহাট বাজারের ইসলামী ব্যাংকের এজেন্ট পরিচালক আবু জাফর শাহীন ২৮ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে সোনাগাজীর কুঠির হাট ফিরছিলেন। দাগনভূঞা উত্তর আলীপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি সাদা রঙের প্রাইভেটকার তার পথরোধ করে। গাড়ি থেকে চার যুবক নেমে নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়ে তল্লাশি করছে চায়। তারা বলে, ব্যাগে ইয়াবা আছে। এ কথা বলে তারা শাহীনকে হাতকড়া পরিয়ে গাড়িতে উঠিয়ে নেয়। এক পর্যায়ে তার চোখ বেঁধে টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে কুমিল্লার দয়াপুরে বিশ্বরোডে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়।
সোনাগাজী ও দাগনভূঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাইকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
Comments