পটুয়াখালীতে স্পিডবোট ডুবে পুলিশসহ ৫ যাত্রী নিখোঁজ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবে এক পুলিশ সদস্যসহ পাঁচ যাত্রী নিখোঁজ আছেন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রচণ্ড ঢেউয়ের কবলে স্পিডবোটটি ডুবে যায়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘এতে ১৮ জন যাত্রী ছিলো। ১৩ জন সাঁতরে ও আশপাশের ট্রলারের মাধ্যমে উদ্ধার হলেও ৫ জন নিখোঁজ আছেন।’
নিখোঁজ যাত্রীরা হলেন- বরিশালের বাকেরগঞ্জের পুলিশ সদস্য মহিব্বুল্লা (৩৫), এনজিও কর্মী মো. কবির (৩০), চরচন্দ্রাইল গ্রামের মোস্তফা (৩৫), হাসান (২৫) ও ইমরান (২৫)।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশফাকুর রহমান বলেন, ‘বিকেল পাঁচটার দিকে ১৮ জন যাত্রী নিয়ে স্পিডবোট যোগে রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া লঞ্চঘাট থেকে গলাচিপা পানপট্টির উদ্দেশে যাচ্ছিল। পথে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে স্পিডবোটের তলা ফেটে যায়। এ সময় চালক স্পিডবোটটিকে কোড়ালিয়া ঘাটের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও, সেটি নদীতে ডুবে যায়।’
ইউএনও জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার কাজে সহায়তা করতে ইতোমধ্যে কোস্টগার্ডকে খবর দেওয়া হয়েছে। এ ছাড়াও, স্থানীয়রা ট্রলার নিয়ে নদীতে নিখোঁজদের সন্ধান করছে।
Comments