জলবায়ু পরিবর্তন প্রকল্প তৃতীয় পক্ষের মাধ্যমে মূল্যায়ন

সরকার আউটসোর্সিংয়ের মাধ্যমে কোনও তৃতীয় পক্ষকে দিয়ে জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট প্রকল্প মূল্যায়ন করবে। সেইসঙ্গে প্রকল্পে অনিয়ম দেখা গেলে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে বাংলাদেশকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে বিবেচনা করা হয়। ফাইল ছবি সংগৃহীত

সরকার আউটসোর্সিংয়ের মাধ্যমে কোনও তৃতীয় পক্ষকে দিয়ে জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট প্রকল্প মূল্যায়ন করবে। সেইসঙ্গে প্রকল্পে অনিয়ম দেখা গেলে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আজ বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় চলমান প্রকল্পগুলোর মেয়াদ এক বছর বাড়ানোর পাশাপাশি যথাসময়ে সেগুলো সম্পন্ন করতে তদারকি কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বোর্ড চলমান ১৮টি প্রকল্পের বিভিন্ন খাতের সমন্বয় করতে সংশোধিত প্রকল্প প্রস্তাব ও ৪০টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর আবেদন অনুমোদন করেছে।

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ট্রাস্টি বোর্ডের ৫৩তম এ সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

পরিবেশমন্ত্রী বলেন, 'জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পগুলোর স্বচ্ছতা ও মান নিশ্চিত করা হবে। এই অর্থায়নে সরকার এ পর্যন্ত ৭৮৯টি প্রকল্প বাস্তবায়ন করেছে।'

সভায় কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহেদ ফারুক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police arrested former environment minister Saber Hossain Chowdhury from the capital’s Gulshan area today

48m ago