পটুয়াখালীতে স্পিডবোট ডুবে নিখোঁজ ৫ জনের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবে নিখোঁজ পাঁচ যাত্রীর সবার মরদেহ উদ্ধার করা কোস্টগার্ড। আজ শনিবার রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতভর অভিযান চালিয়ে রাঙ্গাবালী উপজেলার রামনাবাদ নদী থেকে দুই জন ও গলাচিপার উলানিয়া বাজারের তেঁতুলিয়া নদী থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় তীব্র স্রোতে তলা ফেটে যাওয়ায় ১৮ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট তলিয়ে যায়। ১৩ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও একজন পুলিশ সদস্য এবং আরও চার যাত্রী নিখোঁজ ছিলেন।
এরা হলেন— রাঙ্গাবালী থানার পুলিশ কনস্টেবল মহিব্বুল্লা (৪৫), বেসরকারি সংস্থা আশা’র রাঙ্গাবালী খালগোড়া শাখার ঋণ অফিসার মো. কবির (৩০), কৃষি ব্যাংক রাঙ্গাবালী বাহেরচর শাখার পরিদর্শক মোস্তাফিজুর রহমান (৩৫), গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের হাসান (২৫) ও বাউফল উপজেলার কনকদিয়া গ্রামের ইমরান (২৫)।
আলী আহম্মদ আরও বলেন, আজ সকালে মরদেহগুলো তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পটুয়াখালী নদী বন্দরের সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান বলেন, নিম্নচাপ ও ঝড়ো আবহাওয়ার কারণে বুধবার থেকে জেলার সব অভ্যন্তরীণ রুটে ৬৫ ফুটের চেয়ে কম দীর্ঘ নৌযান চলাচল করতে নিষেধ করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা উপক্ষো করে বৃহস্পতিবার সন্ধ্যায় স্পিডবোট যাত্রী নিয়ে ছেড়ে যায়। স্পিডবোট মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Comments