থেমে থেমে আজও বৃষ্টি হবে
মানিকগঞ্জ ও এর আশে পাশের এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি আরও উত্তর দিকে এগিয়ে এসেছে। আজ শনিবার সকালে আবহাওয়াবিদ মো. আশফাক উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, নিম্নচাপটি সুস্পষ্ট লঘুচাপ হিসেবে গাজীপুরে অবস্থান করছে। এর প্রভাবে আজও বৃষ্টি হবে, তবে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে দুর্বল হয়ে যাবে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর আশে পাশের এলাকায় বায়ু চাপের পার্থক্যের আধিক্য বিরাজ করছে। সেখানে গভীর সঞ্চারনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা এবং ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, মাদারীপুর, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে এসব অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন:
নিম্নচাপের প্রভাবে জলোচ্ছ্বাস, অতি ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা
বৃষ্টি থাকবে কয়েকদিন, উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা
Comments