‘বকেয়া ভাড়ার জন্য’ পিটিয়ে হত্যা, বাড়িওয়ালাসহ গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ফয়েজ মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে নিহত ব্যক্তির স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে মামলা দায়েরের পরে পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করেছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দীন ভূইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ফয়েজ মিয়া মুন্সিগঞ্জের গজারিয়া থানার চরবলাকী এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে। তিনি গত তিন বছর ধরে বন্দর উপজেলার প্রধানবাড়ী এলাকার মিছিল আলী মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। গতকাল বিকালে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘করোনার কারণে ব্যবসা মন্দ থাকায় গত সাত মাস ফয়েজ বাসা ভাড়া দিতে পারেননি। এ নিয়ে গত ২২ অক্টোবর সন্ধ্যায় মিছিলের স্ত্রী উম্মে কুলসুমের সঙ্গে রোজিনা বেগমের কথা কাটাকাটি হয়। ওই সময় রোজিনা বকেয়া চার হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু কুলসুম পুরো টাকা পরিশোধ করতে চাপ দেন। আরেক ভাড়াটিয়া মহিউদ্দিন ও তার স্ত্রী শিরিনা বেগম বাড়িওয়ালার পক্ষ নিয়ে ফয়েজকে মারধর করেন। আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফয়েজকে মৃত ঘোষণা করেন।’
মামলা দায়েরের পরে পুলিশ উম্মে কুলসুম (৫৫), মহিউদ্দিন (৪২) ও তার স্ত্রী শিরিনা বেগমকে (৩৭) গ্রেপ্তার করেছে— বলেন ফখরুদ্দীন ভূইয়া।
Comments