চাঁপাইনবাবগঞ্জে ৩ কিশোর ছিনতাইকারী আটক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাগডাঙ্গা গ্রাম থেকে গতকাল দিবাগত রাত ২টার দিকে তিন কিশোর ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
এদের সবার বয়স ১৭ বছরের মধ্যে। কিশোর হওয়ায় তাদের নাম-পরিচয় প্রকাশ করতে চায়নি পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ শহরের আট কিশোর তিনটি মোটরসাইকেলযোগে শনিবার রাত ১০টার দিকে ধারালো অস্ত্র নিয়ে বাগডাঙ্গা গ্রামে যায়। সেখানে এক ব্যক্তিকে ঘিরে ধরে ছিনতাইয়ের চেষ্টা করে। ওই ব্যক্তি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে তিন জনকে ধরে ফেলে। তবে বাকি পাঁচ জন পালিয়ে যায়।
খবর পেয়ে রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন জনকে আটক করে থানায় নিয়ে আসে বলেও জানান তিনি।
Comments