মেঘনায় জেলেদের হামলায় ২৫ নৌ পুলিশ আহত

চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে এসে জেলেদের হামলার শিকার হয়ে অন্তত ২৫ নৌ পুলিশ সদস্য আহত হয়েছেন।
Chandpur
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে এসে জেলেদের হামলার শিকার হয়ে অন্তত ২৫ নৌ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহতরা চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে দুপুরে ঢাকায় ফিরে যান।

আজ রোববার সকাল ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর লক্ষ্মীরচর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আছেন- ঢাকা হেডকোয়ার্টার নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন (৩৬), পুলিশ সদস্য এস আই ইলিয়াস (৩০), প্রসেনজিৎ (২৪), হেলাল উদ্দিন( ৫০), নায়েক ইকবাল (৪০), মুজাহিদুল ইসলাম (৪১), আল মামুন (২৮), ফেরদৌস শেখ (২৬), নীলয় দেব (২৫), আলামিন (২৫), কাউসার (৩০), মোনায়েম (২৬), নায়েক শাহজালাল (২৫)।

এ ছাড়াও, আরও ১২ জন  নৌ পুলিশ আহত হয়ে অন্যান্য জায়গায় চিকিৎসা নেন।

আহত পুলিশ সদস্য মুজাহিদুল ইসলাম বলেন, ‘ভোরে ঢাকা নৌ পুলিশ হেডকোয়ার্টার থেকে নৌ পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভিনের নেতৃত্বে ৮০ জনের একটি টিম নিয়ে আকস্মিক মা ইলিশ রক্ষা অভিযানে নামেন। তারা চাঁদপুরের মেঘনা নদীর লক্ষ্মীরচর এলাকায় পৌঁছলে কয়েকশ জেলে একজোট হয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় জেলেরা ইটপাটকেল ও লাঠি  নিয়ে পুলিশ সদস্যদের উপর হামলা চালালে কমপক্ষে ২৫ জন পুলিশ সদস্য আহত হন।’

পরে অভিযানে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা রাবার বুলেট ও শর্টগানের ফাকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। এ সময় তারা ৭ জেলেকে আটক করেন বলেও জানান তিনি।

নৌ পুলিশের ডিআইজি আতিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অ্যাডমিনের সঙ্গে কথা বলতে বলেন।

চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন বলেন, ‘এ অভিযানের বিষয়ে আমাদের আগে জানানো হয়নি। কারণ এটা নৌ পুলিশের অভিযান। আমরা খবর পেয়ে হাসপাতালে আহতদের দেখতে যাই। এ ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি নিচ্ছে।’

জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী বলেন, ‘গত বছরও একই জায়গায় একই অভিযানের সময় জেলেরা প্রশাসনের উপর অতর্কিত হামলা চালালে বেশ কয়েকজন আহত হয়েছিল।’

Comments

The Daily Star  | English

Army given magistracy power

The government last night gave magistracy power to commissioned army officers with immediate effect for 60 days in order to improve law and order.

4h ago