ঢাবি শিক্ষক জিয়াউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ২ মামলা

বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. জিয়াউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
আজ রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মাসিক আল বাইয়্যিনাত ও দৈনিক আল ইহসান পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম ও আইনজীবী মো. ইমরুল হাসান দুটি মামলা করেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পৃথক শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামস জগলুল হোসেন মামলা দুটি আমলে নেন এবং উভয় অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করেন।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার অপরাধ তদন্ত বিভাগকে ঘটনাটি খতিয়ে দেখে আগামী ১ নভেম্বরের মধ্যে দুটি আলাদা প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, সম্প্রতি বেসরকারি ‘ডিবিসি নিউজ’ টেলিভিশন টকশোতে অধ্যাপক জিয়াউর রহমান ইসলাম বিদ্বেষী মন্তব্য করেন, যা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
Comments