ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
করোনা পরিস্থিতিতেও ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
আজ রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ডিন কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
চবির বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ নাসিম হাসান বলেন, ‘১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
‘তবে, পরীক্ষা কখন এবং কীভাবে অনুষ্ঠিত হবে তা এখনো ঠিক হয়নি,’ যোগ করেন তিনি।
ভর্তি পরীক্ষা কমিটির সভার পরে বিস্তারিত জানা যাব বলে জানান তিনি।
Comments