মারা গেছেন টিএমএসএস মেডিকেলের করোনা ইউনিট প্রধান ডা. মাসুদ
বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও বেসরকারী রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর একেএম মাসুদুর রহমান (৬২) মৃত্যুবরণ করেছেন।
আজ রোববার সন্ধ্যা ৬টা দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। হাসপাতালের মুখপাত্র মো. আব্দুর রহিম রুবেল ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
মাসুদুর রহমান টিএমএসএস মেডিকেল কলেজ এবং রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের করোনার ইউনিটের টিম লিডার ছিলেন।
মো. আব্দুর রহিম রুবেল, ‘গত ৪ অক্টোবর তার করোনা শনাক্ত হয়। পরে শারীরিক অবস্থান অবনতি হলে ১২ অক্টোবর তাকে স্কয়ার হাসপাতালে আনা হয়।’
‘তবে, গতকাল তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে। স্কয়ার হাসপাতালের আইসিইউ ইউনিটে আজ তার মৃত্যু হয়,’ যোগ করেন তিনি।
Comments