উল্লাপাড়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাপড় ব্যবসায়ীর মৃত্যু
চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক কাপড় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে উল্লাপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকার কাপড় ব্যবসায়ী জাকির হোসেন (৪৩) ব্যবসায়ীক কাজ শেষে রোববার রাতে ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনে রওনা হন। ট্রেনটির উল্লাপাড়া স্টেশনে কোনো স্টপেজ না থাকায় তিনি চলন্ত ট্রেন থেকে লাফ দেন। এ সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান এবং ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
তিনি জানান, খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Comments