‘নৌ কর্মকর্তাকে মারধরের’ অভিযোগে হাজী সেলিমের ছেলের বিরুদ্ধে মামলা

নৌ কর্মকর্তা লেফটেনেন্ট ওয়াসিফ আহমদ খানকে গতকাল রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় ‘মারধরের’ অভিযোগে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর ইরফান সেলিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রাস্তায় মারধরের অভিযোগে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর ইরফান সেলিমের বিরুদ্ধে মামলা করেছেন নৌবাহিনীর কর্মকর্তা লেফটেনেন্ট ওয়াসিফ আহমদ খান। ছবি: প্রথম আলোর সৌজন্যে

নৌ কর্মকর্তা লেফটেনেন্ট ওয়াসিফ আহমদ খানকে গতকাল রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় ‘মারধরের’ অভিযোগে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর ইরফান সেলিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ইরফান সেলিমসহ (৩৭) চারজনের নামে এবং দুই-তিনজনকে অজ্ঞাত উল্লেখ করে গতরাতে লেফটেনেন্ট ওয়াসিফ ধানমন্ডি থানায় এ মামলা দায়ের করেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

মামলায় অন্যরা অভিযুক্ত হলেন: এবি সিদ্দিক দিপু (৪৫), মো. জাহিদ (৩৫) ও মো. মিজানুর রহমান (৩০)।

এজহারে বলা হয়, গত ২৫ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে নীলক্ষেত থেকে পাঠ্যবই কিনে লেফটেনেন্ট ওয়াসিফ ও তার স্ত্রী মোটরসাইকেলে ঢাকা সেনানিবাসে ফেরার পথে ল্যাবএইড হাসপাতালের কাছে রাস্তায় ঢাকা মেট্রো ঘ ১১-৫৭৩৬ গাড়ি তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। পরিচয় দেওয়ার পরও গাড়ি থেকে নেমে এক ব্যক্তি তাদের গালিগালাজ করে ও হত্যার হুমকি দেয়।

এরপর কলাবাগান বাসস্ট্যান্ডের কাছে সেই গাড়িটিকে থামিয়ে নৌ কর্মকর্তা আবারও পরিচয় দিলে গাড়ির আরোহীরা সবাই নেমে এসে তাকে কিলঘুষি মেরে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দেয়।

আহত নৌ কর্মকর্তাকে আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়।

এতে আরও বলা হয়, গাড়ির চালক ছাড়া অন্যরা পালিয়ে গেলে কর্তব্যরত পুলিশ চালককে হেফাজতে নেন।

Comments

The Daily Star  | English
Is Awami League heading towards a Pyrrhic victory

Column by Mahfuz Anam: Is Awami League heading towards a Pyrrhic victory?

With values destroyed, laws abused, institutions politicised, and corruption having become the norm, will victory be worthwhile for the Awami League?

11h ago