খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

রাজধানীর খিলক্ষেতের তিন শ ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের (৩০) এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। অজ্ঞাত যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে খিলক্ষেত থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন জানায়, ভোরের দিকে খবর পাই তিন শ ফিট এলাকায় সড়ক দুর্ঘটনা হয়েছে। দ্রুত সেখানে গিয়ে ওই অজ্ঞাত যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এএসআই আরও জানান, অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় তিনি গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন। তিন শ ফিট এলাকায় তিনি ভিক্ষাবৃত্তি করতেন। তার পরনে ছিল খয়েরি রংয়ের শার্ট ও কালো প্যান্ট। মরদেহ মময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
Comments