ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা

অবৈধ আগ্নেয়াস্ত্র বহন ও মাদকদ্রব্য রাখার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নং ওয়ার্ড এর বরখাস্তকৃত কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুল ইসলামের বিরুদ্ধে রাজধানীর চকবাজার থানায় দুটি মামলা হয়েছে।
ইরফান সেলিম। ছবি: সংগৃহীত

অবৈধ আগ্নেয়াস্ত্র বহন ও মাদকদ্রব্য রাখার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নং ওয়ার্ড এর বরখাস্তকৃত কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুল ইসলামের বিরুদ্ধে রাজধানীর চকবাজার থানায় দুটি মামলা হয়েছে।

মঙ্গলবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদর দপ্তরে র‍্যাব এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, নৌবাহিনীর এক কর্মকর্তাকে লাঞ্ছনার অভিযোগে ইরফানের বাসায় র‍্যাব অভিযান চালায়। তার কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য থাকার গোয়েন্দা তথ্য ছিল।

আগ্নেয়াস্ত্র ছাড়াও তার বাসা থেকে ওয়াকিটকি হ্যান্ডসেট পাওয়া যায় বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি যে তিনি চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য প্রতিষ্ঠার জন্য অবৈধভাবে ওই ওয়াকিটকি ব্যবহার করতেন। এছাড়াও, তিনি ব্যক্তিগত নিরাপত্তা ও শক্তি প্রদর্শনের জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন।’

অবৈধ ওয়াকিটকি ও মাদক রাখার অভিযোগে ইরফানকে গতকালই র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত দেড় বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছেন।

আরও পড়ুন:

কাউন্সিলর পদ থেকে ইরফান সেলিমকে বরখাস্ত

সেলিমপুত্রের রং নম্বরে ডায়াল

ভ্রাম্যমাণ আদালতে ইরফান সেলিমের ১ বছরের কারাদণ্ড

ইরফান সেলিমের গাড়ি চালক ১ দিনের রিমান্ডে

হাজী সেলিমের ছেলে র‌্যাব হেফাজতে

Comments

The Daily Star  | English

How Hasina’s flight was kept off radar

When the air force transporter plane carrying Sheikh Hasina left Dhaka on August 5, it took off as a training flight and turned off its transponders to blur its flightpath and location..The transponders, which transmit location, heading

6h ago