বাংলাদেশে আসবেন এরদোয়ান: পররাষ্ট্রমন্ত্রী

আগামী বছর মার্চে মুজিববর্ষ উদযাপনে অংশ নিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বাংলাদেশ সফর করতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।
রিসেপ তাইয়েপ এরদোয়ান

আগামী বছর মার্চে মুজিববর্ষ উদযাপনে অংশ নিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বাংলাদেশ সফর করতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি কোভিড পরিস্থিতির উন্নতি হয়, তবে তিনি আসবেন। আমরা এটি নিয়ে কাজ করছি।’ আগামী বছরের ১৭ মার্চ মুজিববর্ষের সমাপনী উদযাপিত হবে।

এ ছাড়া, ঢাকায় তুরস্কের নবনির্মিত মিশনের উদ্বোধন করতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু শিগগির বাংলাদেশে আসবেন বলেও জানান তিনি।

গতকাল তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান ২০টি ভেন্টিলেটর, ২০টি ভেন্টিলেটর স্ট্যান্ড সেট, ২০টি ভেন্টিলেটর আনুষাঙ্গিক সেট, ১০ হাজার এন ৯৫ মাস্ক, ১০ হাজার গাউন, ১০ হাজার কভার অল, ২০ হাজার ফেস শিল্ড ও পাঁচ হাজার প্রটেকটিভ চশমা হস্তান্তর করেন।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

6m ago