২৪ ঘণ্টায় মৃত্যু ২৩, শনাক্ত ১৪৯৩, আক্রান্ত ১৪৯৩, সুস্থ ১৬১০
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা হলো পাঁচ হাজার ৮৬১ জন। এ ছাড়া, নতুন করে আরও এক হাজার ৪৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে, মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে চার লাখ তিন হাজার ৭৯ জনে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিরে মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫০৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৩৫৭টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২২ লাখ ৯৬ হাজার ৩২১টি।
নমুনা পরীক্ষা নতুন শনাক্তের হার ১২.০৮ শতাংশ। এ পর্যন্ত আক্রান্তের হিসেবে শনাক্তের হার ১৭.৫৫ শতাংশ।
নতুন মৃতদের মধ্যে ১৯ জন পুরুষ এবং নারী চারজন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৫ শতাংশ।
করোনা থেকে নতুন করে এক হাজার ৬১০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন তিন লাখ ১৯ হাজার ৭৩৩ জনে দাঁড়িয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৯.৩২ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
Comments