শীর্ষ খবর

সাভারে প্রবাসীকে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

সাভারে প্রকাশ্যে ইতালি প্রবাসীকে গুলি করে পাঁচ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা আহত অবস্থায় ওই প্রবাসীকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
Savar_DS_Map.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

সাভারে প্রকাশ্যে ইতালি প্রবাসীকে গুলি করে পাঁচ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা আহত অবস্থায় ওই প্রবাসীকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

আজ বুধবার সকাল ১১টার দিকে সাভারের আমিনবাজার এলাকার তুরাগ ব্রিজের কাছে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ভুক্তভোগীর স্ত্রী সুমা আক্তার।

গুলিবিদ্ধ ওই প্রবাসীর নাম মোহাম্মদ আমানুল্লাহ (৪০)। তিনি ঢাকার কেরানীগঞ্জ থানার সিরাজনগর বটতলী এলাকার বাসিন্দা।

সুমা আক্তার বলেন, ‘বাড়ি নির্মাণে আমিন বাজার ইসলামী ব্যাংক থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা উঠিয়ে ট্যাক্সিযোগে বাড়িতে ফিরছিলাম আমরা। গাড়িটি  ভাকুর্তা লোহার ব্রিজ পার হয়ে একটু সামনে গেলে পাঁচটি মোটরসাইকেলযোগে ১০ জন দুর্বৃত্ত তাদের গাড়ির গতিরোধ করে। এ সময় তারা গাড়িটি লক্ষ করে পর পর পাঁচটি গুলি করে। এর মধ্যে একটি গুলি আমার স্বামীর বাম পায়ে বিদ্ধ হয়। পরে ছিনতাইকারীরা আমাদের সঙ্গে থাকা ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।’

সুমা আক্তার অভিযোগ করে বলেন, ‘যারা টাকা ছিনিয়ে নিয়েছে তাদের আমরা ব্যাংকের ভেতরে বসে থাকতে দেখেছি। তারা আমাদের ব্যাংকের মধ্যে পর্যবেক্ষণ করছিলেন। বিষয়টি আমাদের পরবর্তীতে নজরে এসেছে।’

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা করবে বলে জানান তিনি।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি গণমাধ্যম কর্মীদের কাছ থেকে জানতে পেরেছি। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে, ভুক্তভোগীরা বিষয়টি এখনো আমাদের জানায়নি।’

তিনি আরও বলেন, ‘ব্যাংক থেকে অনেকগুলো টাকা একসঙ্গে উত্তোলন ও পরিবহনে নিরাপত্তার স্বার্থে পুলিশ সহযোগিতা করে থাকে। এ রকম নির্দেশনা আছে। তবে, তারা এতগুলো টাকা উঠালেও আমাদের জানায়নি।’ 

Comments

The Daily Star  | English
Deadline for tax return filing extended by two months

Deadline for tax return filing extended by two months

The National Board of Revenue (NBR) extended the deadline today for the submission of income tax returns for individual taxpayers by two months to the end of January next year, according to an order issued today.

3h ago