শীর্ষ খবর

ইলিশ শিকার বন্ধের দুই সপ্তাহ: সিরাজগঞ্জে ২৬৬ জেলে আটক

দেশব্যাপী নিষেধাজ্ঞা শুরুর পর গত দুই সপ্তাহে সিরাজগঞ্জের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ইলিশ শিকারের অপরাধে ২৬৬ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এ সময় প্রায় ১৪ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

দেশব্যাপী নিষেধাজ্ঞা শুরুর পর গত দুই সপ্তাহে সিরাজগঞ্জের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ইলিশ শিকারের অপরাধে ২৬৬ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এ সময় প্রায় ১৪ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা শাহেদ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, জেলার দুর্গম উপজেলা চৌহালীতে সবচেয়ে বড় অভিযান চালানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে প্রতি রাতে উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে ইলিশ মাছ শিকারের অপরাধে জেলেদের আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, দুর্গম এলাকা হওয়ায় প্রতিবছর নিষেধাজ্ঞার সময় চৌহালী উপজেলার জেলেরা মাছ শিকার করে। এবার শুরু থেকেই প্রশাসন ব্যবস্থা নিয়েছে। গ্রেপ্তার প্রত্যেক জেলেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বেলকুচি ও সিরাজগঞ্জ সদর উপজেলায় আলাদা মোবাইল কোর্ট চালানো হয়।

প্রতিবছরের মতো মা ইলিশ সংরক্ষণে ১৪ অক্টোবর থেকে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞা শুরুর পর থেকে জেলার তালিকাভুক্ত পাঁচ হাজার ৫৯৬ জেলেদের মধ্যে প্রায় পাঁচ হাজার জনকে ২০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে মৎস্য বিভাগ।

Comments

The Daily Star  | English

After OCs, EC orders to transfer UNOs

In the first phase, it asked to transfer all UNOs who have been working in their respective upazilas for more than a year

19m ago