সাকিবের সঙ্গে জুটি গড়তে তর সইছে না মুশফিকের
ঘড়ির কাঁটায় ঠিক তখন ১২টা। ২৮ অক্টোবর পেরিয়ে শুরু হলো ২৯ অক্টোবর। শেষ হলো বাংলাদেশের ক্রিকেটের সেরা তারকা সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। আর ঠিক সেই মুহূর্তেই দীর্ঘদিনের সতীর্থের প্রত্যাবর্তন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিলেন মুশফিকুর রহিম।
ফিরতে হবে অনেকটা পেছনে। মুশফিক-সাকিবের রসায়নের সূতিকাগার বিকেএসপি। দুজনের কৈশোর কেটেছে সেখানে। জাতীয় দলের পথে হাঁটার শুরুটাও হয়েছিল বিকেএসপি থেকে। এরপর কেটে গেছে অনেকটা বছর। দুজনের আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স পেরিয়ে গেছে দেড় যুগ। বাংলাদেশের ক্রিকেটের অনেক সুখ-দুঃখের সাক্ষী হয়েছেন তারা, নিজেদের জুটিকে বানিয়েছেন আরও পোক্ত।
তবে গত এক বছর মাঠের বন্ধনে পড়েছিল ছেদ। আইসিসির শাস্তি পেয়ে সাকিব ছিলেন সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রমের বাইরে। সেই দুঃসহ সময়ের ইতি ঘটেছে ইতোমধ্যে। এখন মুশফিক ফের সাকিবের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছেন।
সাকিবের মুক্তি মেলার ক্ষণে বুধবার রাতে ফেসবুকে মুশফিক লিখেছেন, ‘আমরা একসঙ্গে ক্যারিয়ার শুরু করেছিলাম কৈশোরে এবং পেছনে কখনো আর ফিরে তাকাতে হয়নি। গত বছর জোর ধাক্কা খেয়েছিলাম এটা জানতে পেরে যে, আমরা এক বছরের জন্য ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারব না।’
‘একত্রে কত স্মরণীয় স্মৃতি আমরা ভাগাভাগি করেছি, ভালো সময়গুলোকে খুব যত্ন করে লালন করেছি এবং কঠিন সময়ে এক অপরের পাশে দাঁড়িয়েছি।’
তিনি যোগ করেছেন, ‘আমার খুব ভালো লাগছে যে, একটা বছর শেষ হয়ে গেছে এবং ফের আমরা একসঙ্গে মাঠে নামতে পারব। তুমি সবসময়ই চ্যাম্পিয়ন হয়ে ফিরে এসেছ। তোমার সঙ্গে আরও ম্যাচ জেতানো জুটি গড়তে এবং জাতির জন্য আনন্দের উপলক্ষ এনে দিতে আমার তর সইছে না!’
Comments