‘নারীদের হিজাব, পুরুষদের টাকনুর ওপর কাপড়' নির্দেশের ব্যাখ্যা চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত মুসলিম কর্মীদের পোশাক নির্দিষ্ট করে দেওয়া ইনস্টিটিউটের পরিচালক মুহাম্মদ আব্দুর রহিমের কাছে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়।
গতকাল জারি করা ওই বিজ্ঞপ্তির ব্যাখ্যা চেয়ে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহানের সই করা একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘পরিচালক, জনস্বাস্থ্য ইনস্টিটিউট গত ২৮ তারিখ “অফিস চলাকালীন সময়ে ইনস্টিটিউটের কর্মকর্তা ও কর্মচারীদের মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর ওপরে এবং মহিলা টাকনুর নীচে কাপড় পরা আবশ্যক এবং পর্দা মেনে চলার নির্দেশনা”র বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তিটি কোন বিধি অনুযায়ী এবং কোন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে জারি করা হয়েছে তা স্পষ্ট করতে ও ব্যাখ্যা দিতে তিন কর্মদিবস সময় দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
Comments