ড্রেস কোড উল্লেখ করে কোনও কর্মকর্তা নোটিশ জারি করতে পারেন না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, কোনও কর্মকর্তা ড্রেস কোড উল্লেখ করে নির্দেশনা জারি করতে পারেন না।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত মুসলিম কর্মীদের পোশাক নির্দিষ্ট করে ইনস্টিটিউটের পরিচালকের জারি করা নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি আজ এ কথা বলেন।
তিনি দ্য ডেইলি স্টারকে টেলিফোনে বলেন, 'বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ। বিভিন্ন ধর্মের লোকেরা অফিসে কাজ করেন। সুতরাং, এই জাতীয় বিজ্ঞপ্তি দিয়ে ড্রেসকোড জারি করা যায় না।'
তিনি আরও জানান, নোটিশে যেমনটি উল্লেখ করা হয়েছে, তেমন কোনও অফিসিয়াল ড্রেস কোড বাংলাদেশে নেই।
'বিষয়টি আমি খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব,' বলেন তিনি।
গতকাল বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মুহাম্মদ আব্দুর রহিম ইনস্টিটিউটের পুরুষ কর্মীদের টাকনুর ওপরে ও মহিলাদের হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরার নির্দেশনা দেন।
এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজ জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালকের কাছে বিষয়টির ব্যাখ্যা চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে কোন বিধি অনুযায়ী এবং কোন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এ নির্দেশনা জারি করা হয়েছে তা স্পষ্ট করতে ও ব্যাখ্যা দিতে তিন কর্মদিবস সময় দিয়েছে মন্ত্রণালয়।
Comments