ধর্ষণের অভিযোগে মামলা করায় বাড়িছাড়া ভুক্তভোগী পরিবার
ধর্ষণের অভিযোগে মামলা করায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভুক্তভোগী পরিবারটিকে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে। প্রভাবশালী একটি মহলের চাপে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
অভিযোগ আছে, ভাঙ্গায় ১৪ বছর বয়সী এক কিশোরী গত ৯ সেপ্টেম্বর রাতে ধর্ষণের শিকার হন। গ্রাম্য মাতব্বররা প্রথমে বিষয়টি নিজেরা সমাধান করে দেওয়ার কথা বলে ওই কিশোরীর পরিবারকে মামলা করতে দেয়নি। কিন্তু সুরাহা না হওয়ায় ২৮ অক্টোবর তিন জনকে আসামি করে মামলা করেন ওই কিশোরী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই কিশোরীর চাচার স্ত্রী রূপালী বেগমের (২৭) সহায়তায় গত ৯ সেপ্টেম্বর রাতে তাকে ধর্ষণ করে আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের বাসিন্দা ইজি বাইক চালক সাব্বির মুন্সী (১৮)। ধর্ষণে সাব্বিরকে সহযোগিতা করেন তার বন্ধু গুণ পালদী গ্রামের ইব্রাহিম শেখ (১৮)।
ওই কিশোরীর বাবা অভিযোগ করে বলেন, ধর্ষণের মামলা করায় তারা একটি প্রভাবশালী মহলের চাপে এলাকায় যেতে পারছেন না। তার বাবাকে মারধর করা হয়েছে। পুরো পরিবার নিয়ে এখন তাকে শ্বশুর বাড়িতে আশ্রয় নিতে হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানর উপপরিদর্শক (এসআই) শওকত হোসেন বলেন, শনিবার শারীরিক পরীক্ষার জন্য ওই কিশোরীকে ফরিদপুর মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর রহমান বলেন, বাদীর দাদাকে মারধরের অভিযোগ সত্য নয়। মসজিদে ধর্ষণের কথা তোলায় তাকে ধমক দেওয়া হয়েছে মাত্র। বাদী ও তার পরিবারের সদস্যদের কেউ হুমকি দেয়নি। তার নিজে থেকে ভয় পেয়ে এলাকার বাইরে অবস্থান করছেন। তাদের বাড়িতে আনার চেষ্টা চলছে।
Comments