নোটিশ প্রত্যাহার, ক্ষমা চাইলেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক
জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মুহাম্মদ আবদুর রহিম তার কার্যালয়ের পুরুষ মুসলিম কর্মীদের টাকনুর ওপরে ও নারীদের হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরার নির্দেশ দিয়ে নোটিশ দেওয়ার জন্য ক্ষমা চেয়েছেন।
নোটিশ প্রত্যাহার করে আজ সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক এ বি এম খুরশিদ আলমের কাছে একটি চিঠিতে তিনি ক্ষমা চান।
অধ্যাপক এ বি এম খুরশিদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'তিনি দুঃখ প্রকাশ করে আমাকে একটি চিঠি দিয়েছেন। ভবিষ্যতে তিনি এ ধরনের ভুল করবেন না বলে জানিয়েছেন। তার চিঠি প্রত্যাহার করেছেন। তবে বিষয়টি এখানেই শেষ হবে না।'
'কেন তিনি এই কাজটি করেছেন তা আনুষ্ঠানিকভাবে তাকে ব্যাখ্যা করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ও এই বিষয়ে হতাশা প্রকাশ করেছে,' যোগ করেন তিনি।
গতকাল বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক আব্দুর রহিম ইনস্টিটিউটের মুসলিম কর্মীদের পোশাক নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি দেন।
Comments