বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৪১.০৩ বিলিয়ন ডলার
বৈদেশিক মুদ্রা রিজার্ভে বিলিয়ন ডলারের ঘর অতিক্রমের নতুন রেকর্ড তৈরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বুধবার রিজার্ভ ৪১ দশমিক ০৩ বিলিয়ন ডলারে উন্নিত হয়েছে। এক বছর আগে এই দিনে রিজার্ভ ছিল ৩২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, করোনার ধাক্কায় অর্থনীতিতে সৃষ্ট নেতিবাচক অবস্থার কারণে আমদানি কমে গেছে। যে কারণে রিজার্ভ দিন দিন বাড়ছে। গত অর্থবছরে আমদানি ব্যায় আট দশমিক ৫৬ শতাংশ কমে ৫৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলার আমাদানি হয়। করোনা মহামারি না থাকলে তা ৬০ বিলিয়ন ডলারের কাছাকাছি যেত।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে দেড় বিলিয়ন ডলার বা প্রায় ১২ শতাংশ কম আমদানি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এই তিন মাসে কমপক্ষে দুই বিলিয়ন ডলার আমদানি খাতে ব্যায় হতো। আমদানির পাশাপাশি শিক্ষা, চিকিৎসাসহ নানা কাজে বৈদেশিক মুদ্রা ব্যয় হতো। এটিও মজুদ বাড়াতে ভূমিকা রাখছে।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে গত বছরের তুলনায় ২.২ বিলিয়ন ডলার বেশি রেমিটেন্স এসেছে। করোনা পরিস্থিতিতে ছোট আকারে হলেও রপ্তানি বেড়েছে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে চলতি হিসাবে উদ্বৃত্ত তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার। গতবছর একই সময়ে ঘাটতি ছিল ৭১৫ মিলিয়ন ডলার।
Comments