যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যক আগাম ভোট
আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির আট কোটিরও বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন।
ইউনিভার্সিটি অব ফ্লোরিডার এক জরিপে দেখা গেছে, গত এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে এ বছর সবচেয়ে বেশি আগাম ভোট পড়েছে।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির ‘ইউএস ইলেকশন প্রজেক্ট’ থেকে আগাম ভোটের টালি প্রকাশ করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির মধ্যে ভোটের দিন ভোটকেন্দ্রে জনসমাগম ও ভিড় এড়িয়ে আগাম ভোট দেওয়াকে নিরাপদ মনে করছেন আমেরিকার ভোটাররা।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যে সংখ্যক আগাম ভোট পড়েছিল, এ বছর তার তুলনায় এখন পর্যন্ত ৫৮ শতাংশের বেশি ভোট পড়েছে।
ভোটাররা ডাকযোগে ও আগাম ভোটকেন্দ্রগুলোতে গিয়ে ভোট দিচ্ছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও ফ্লোরিডায় আগাম ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন।
গত প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ১৩ কোটি ৮০ লাখ ভোট পড়েছিল। সেসময় আগাম ভোট দিয়েছিলেন ৪ কোটি ৭০ লাখ মানুষ।
এ বছর রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেটিক প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
চলমান মহামারির মধ্যে স্বাস্থ্য সুরক্ষায় ডাকযোগে ভোট দেওয়ার পক্ষে কথা বলায় আগাম ভোটের ক্ষেত্রে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে ডেমোক্রেটিক পার্টি।
ডাকযোগে ভোটে বড় ধরণের প্রতারণা হতে পারে বলে অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। তবে, রিপাবলিকান সমর্থকরাও রেকর্ড সংখ্যায় ডাকযোগে ভোট দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ২০টি অঙ্গরাজ্যের দলীয় নিবন্ধনের তথ্য পাওয়া গেছে। তাতে দেখা যায়, ডেমোক্রেটিক দলের নিবন্ধিত ১ কোটি ৮২ লাখ সমর্থক আগাম ভোট দিয়েছেন। রিপাবলিকানদের এ সংখ্যা ১ কোটি ১৫ লাখ। এছাড়াও, ৮৮ লাখ নিরপেক্ষ ভোটারও আগাম ভোট দিয়েছেন।
করোনা মহামারি মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের সমালোচনার কারণে এবার বেশিরভাগ জরিপেই ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন জো বাইডেন।
Comments