হাজী সেলিমের মদিনা গ্রুপের প্রটোকল কর্মকর্তা রিমান্ডে

নৌবাহিনীর কর্মকর্তা লে. ওয়াসিফ আহমেদ খানকে নির্যাতনের মামলায় হাজী সেলিমের ব্যবসায়ী সংগঠন মদিনা গ্রুপের প্রোটোকল কর্মকর্তা এ বি সিদ্দিক দিপুকে আজ দুই দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।
প্রতীকী ছবি

নৌবাহিনীর কর্মকর্তা লে. ওয়াসিফ আহমেদ খানকে নির্যাতনের মামলায় হাজী সেলিমের ব্যবসায়ী সংগঠন মদিনা গ্রুপের প্রোটোকল কর্মকর্তা এ বি সিদ্দিক দিপুকে আজ দুই দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক (ডিবি) মবিনুল হক পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মো. মাসুদুর-উর-রহমান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, আজ শুনানিতে দীপুর পক্ষে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না।

এর আগে, ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার ২৭ অক্টোবর দীপুকে এ মামলায় তিন দিনের রিমান্ড দেন।

২৭ অক্টোবর ভোর তিনটার দিকে ডিবি পুলিশের একটি দল দীপুকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে।

লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খান গত ২৬ অক্টোবর চার জনের নাম উল্লেখ করে ও তিন জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ধানমণ্ডি থানায় মামলা করেন।

Comments

The Daily Star  | English

Yunus seeks US support to rebuild Bangladesh, implement reforms

Tells US delegation that Bangladesh is in a significant moment in its history

3h ago