কানাডার কুইবেকে ছুরি হামলায় কমপক্ষে ২ জন নিহত, আহত ৫
কানাডার কুইবেক সিটির পার্লামেন্ট হিল এলাকার কাছে ধারালো ছুরির আঘাতে কমপক্ষে দুই জন নিহত হয়েছেন। ওই হামলায় আহত হয়েছেন আরও পাঁচজন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলাকারীর পরনে মধ্যযুগীয় কায়দার পোশাক ছিল।
স্থানীয় পুলিশ জানায়, ওই হামলাকারী মধ্যযুগীয় কায়দার পোশাক পরেছিলেন এবং সঙ্গে ধারালো অস্ত্র বহন করেন।
গতকাল শনিবার গভীর রাতে ওই হামলার পর তদন্ত এখনও অব্যাহত থাকায় পুলিশ এলাকাবাসীকে বাড়ির ভেতরে থাকার অনুরোধ জানিয়েছে।
এদিকে, আজ রোববার ভোরে হামলার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে বলে জানা গেছে।
পুলিশের মুখপাত্র ইতিনি দয়নের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম সিবিসি জানায়, আহত পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
এই হামলার পেছনে কী উদ্দেশ্য থাকতে পারে তা নিয়ে কিছু জানাননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Comments