রিমান্ড শেষে কারাগারে বাহিনী প্রধান দেলোয়ার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি বাহিনী প্রধান দেলোয়ার হোসেনকে হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসফিকুল হক এ আদেশ দেন।
এর আগে, আজ সকালে দেলোয়ারকে নোয়াখালী সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ থানার এসআই মোস্তাক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।
এসআই মোস্তাক আহম্মেদ জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের মো. হাসানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলার সাত নং আসামি দেলোয়ার। দেলোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য গত বুধবার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আজ সকালে তাকে আদালতে হাজির করলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসফিকুল হক দেলোয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে মাদক চোরাকারবারি নিয়ে দ্বন্দ্ব ও এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে শরীফপুর ইউনিয়নে দেলোয়ার ও সুমন বাহিনীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় হাসানকে কুপিয়ে-গুলি করে হত্যা করে দেলোয়ার ও তার লোকজন। পরে ওই ঘটনায় নিহতের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
Comments