চট্টগ্রামে গৃহপরিচারিকা ও শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক শিশু ও এক গৃহপরিচারিকা ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার বোয়ালখালী থানার ওসি আব্দুল করিম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার রাতে উপজেলার চরখিজিরপুর ও শাকপুরা এলাকা থেকে ফজল করিম (৬৫) ও শিমুল দেকে (৩৫) গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
ওসি বলেন, ‘চরখিজিরপুর ও শাকপুরা বড়ুয়ার টেক এলাকায় ধর্ষণের ঘটনা দুইটি ঘটে বলে অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।’
‘৩৫ বছর বয়সী গৃহপরিচারিকা গ্রেপ্তার ফজল করিমের বাড়িতে কাজ করতেন। শুক্রবার ওই নারীকে তার বাড়িতে মিলাদুন্নবীর তবারক নিতে ডেকে পাঠায় এবং সেখানে যাওয়ার পর রান্নাঘরে দরজা আটকে তাকে ধর্ষণ করে। ভুক্তভোগী নারী নিজে এ অভিযোগ করেন। তার অভিযোগ পেয়েই ফজলকে গ্রেপ্তার করা হয়,’ বলেন ওসি।
ওসি করিম আরও বলেন, ‘শাকপুরা এলাকায় রঙ মিস্ত্রি শিমুল দে ১২ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে বলে শনিবার অভিযোগ করেন ওই শিশুর মা। খেলার সময় শিমুল তাকে প্রলোভন দেখিয়ে কৌশলে ডেকে নিয়ে যায় এবং একটি পোশাক কারখানার পেছনে নিয়ে তাকে শিশুকে ধর্ষণ করে।’
শিশুটির মা জানতে পেরে রাতে থানায় মামলা করার পর শিমুলকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।
এই ঘটনায় দুই ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ২২ শিশুর ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে।
Comments