করোনায় মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাজাহান (৬৮) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
আজ রোববার দুপুর ১২টা ৫০মিনিটে কক্সবাজার জেলা সদর হাসপাতালে মারা যান তিনি।
তিনি ৬০ দশকের শেষ প্রান্তে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হয়ে ৬৯ এর গণআন্দোলন ও ৭০সালের নির্বাচনে ছাত্র সংগঠক হিসেবে ভূমিকা পালন করেন। পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
তিনি ছিলেন একাধারে একজন আবৃত্তিকার ও নাট্যকর্মী ছিলেন। দেশের অন্যতম প্রধান ও জনপ্রিয় কবি নির্মলেন্দু গুণের ‘তার আগে চাই সমাজতন্ত্র’ কবিতায় এই বীর মুক্তিযোদ্ধার নাম আছে।
এ বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও আশেক উল্লাহ রফিক, কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শোক জানিয়েছেন।
Comments