খেলা

পিএসএলের প্লে অফে খেলতে যাচ্ছেন তামিম-মাহমুদউল্লাহ

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে মুলতান সুলতান। লাহোর কালন্দার্সে খেলবেন তামিম। আগামী ১৪, ১৫ ও ১৭ নভেম্বর করাচিতে হবে পিএসএলের প্লে অফ রাউন্ড।
Tamim Iqbal &  Mahmudullah Riya
ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে প্লে অফের আগেই স্থগিত হয়ে গিয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। করোনা বিরতির পর আবার শুরু হওয়া এই আসরের প্লে অফে খেলতে যাচ্ছেন বাংলাদেশের দুই তারকা মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল।

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে মুলতান সুলতান। লাহোর কালন্দার্সে খেলবেন তামিম। এরমধ্যে বিবিসির অনাপত্তিপত্র পেয়েছেন তারা।  আগামী ১৪, ১৫ ও ১৭ নভেম্বর করাচিতে হবে পিএসএলের প্লে অফ রাউন্ড। নভেম্বরের ১৫ তারিখ থেকে পাঁচ দলের একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর কথা জানিয়েছিল বিসিবি। তবে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, টুর্নামেন্টটি কমপক্ষে এক সপ্তাহ পিছিয়ে যাওয়ায় দুই ক্রিকেটারকে পিএসএল খেলার অনুমতি দেওয়া হয়েছে। 

পিএসএলে ডাক পেয়ে ভীষণ উচ্ছ্বসিত বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার। মাহমুদউল্লাহ জানান, কঠিন সময়ে ভক্তদের মুখে হাসি ফেরানোর চেষ্টা করবেন তিনি, ‘পিএসএলে ডাক পাওয়া একটা সম্মান। আমি আশা করি চলতি বছরের কঠিন পরিস্থিতির মাঝে ভক্তদের মাঝে হাসি ফেরাতে পারব।’

তামিমের তো তর সইছে না পিএসএল খেলার জন্য, ‘আমি অপেক্ষা করতে পারছি না পিএসএল খেলার জন্য। এই বছর লাহোর কালান্দার্স দুর্দান্ত খেলেছে। আমি তাদের ট্রফি পাইয়ে দিতে অবদান রাখতে চাই।’

দুজনেরই অবশ্য আগেই পিএসএল খেলার অভিজ্ঞতা আছে। ২০১৭ ও ২০১৮ মৌসুমে কোয়াটা গ্ল্যাডিয়েটর্সে খেলেছিলেন মাহমুদউল্লাহ। ২০১৬, ২০১৭ ও ২০১৮ মৌসুমে পেশোয়ার জালমিতে খেলতে দেখা গেছে তামিমকে।

Comments