রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ৩

রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ও ক্যান্টনমেন্ট রেলস্টেশনে অজ্ঞাত একজন মারা গেছেন।
সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মগবাজার রেলক্রসিংয়ে ও সাড়ে ৭টার দিকে ক্যান্টনমেন্ট স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক হারুন অর রশিদ জানান, আজ সন্ধ্যায় মগবাজার রেলক্রসিংয়ে ট্রেন আসার জন্য গেট নামিয়ে দেওয়া হলেও, একটি মোটরসাইকেল রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে তাদের ইনসাফ আল-বারাকা হাসপাতালে নিয়ে গেলে, সেখানে একজন মারা যান। তার পরিচয় এখনও জানা যায়নি।
তিনি আরও জানান, অপর আহত সুমন দাস (৪৮) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে তিনি মারা যান। তার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরেরবাগ এলাকায়।
বিমানবন্দর পুলিশ ফাঁড়ির এএসআই মহিউদ্দিন জানান, সন্ধ্যায় ক্যান্টনমেন্ট স্টেশনে কমলাপুরগামী এগারসিন্ধু নামের একটি ট্রেনের নিচে কাটা পরে এক বৃদ্ধ (৬০) ঘটনাস্থলে মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
যোগাযোগ করা হলে কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবউল ইসলাম বলেন, 'মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।'
Comments