আইন ভেঙে বুড়িমারী স্টেশনে মোটরসাইকেল চলাচল
লালমনিরহাটের বুড়িমারী রেলওয়ে স্টেশন প্লাটফর্মে যান চলাচল বন্ধ হচ্ছে না। কর্তৃপক্ষের দাবি, বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও প্লাটফর্ম ব্যবহার করে যানবাহন চলা বন্ধ করা সম্ভব হয়নি।
পরিচয় গোপন রাখার শর্তে স্টেশন সূত্র জানায়, লালমনিরহাটে মোট ১১টি রেলওয়ে স্টেশন আছে। শুধু বুড়িমারী স্টেশনের প্লাটফর্ম ব্যবহার করে যান চলাচল করতে দেখা যায়। যান চলাচল বন্ধ করার উদ্যোগ নিয়ে কয়েকবার চরম বিপদে পড়তে হয়েছে। স্থানীয় বাসিন্দারা সংঘবদ্ধ হয়ে রেল কর্মচারীদের ওপর চড়াও হয়েছেন। দুই পক্ষ হয়ে গেছে, যেন রেল কর্মচারীরা স্থানীয় বাসিন্দাদের শত্রু।
গত কয়েক বছর ধরে লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেনে যাতায়াত করছেন নূর ইসলাম। তার সঙ্গে দ্য ডেইলি স্টার’র কথা হয় বুড়িমারী স্টেশনে। তিনি বলেন, বুড়িমারী স্টেশন প্লাটফর্মে যেভাবে মোটরসাইকেল চলে তাতে বোঝা যায়, এখনকার বাসিন্দারা আইনের তোয়াক্কা করেন না।
আরেক যাত্রী তাহের আলী বলেন, প্লাটফর্মে মোটরসাইকেল চলাচল করায় খুবই বিরক্ত লাগে। দিন দিন মোটরসাইকেল চলাচল বেড়েই যাচ্ছে। কিন্তু রেল কর্তৃপক্ষকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না।
মোটরসাইকেল আরোহী ইমরান হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, সবাইকে দেখি প্লাটফর্মের ওপর দিয়ে মোটরসাইকেল নিয়ে যায়, তাই আমিও যাই। এটা অপরাধ তা জানতাম না। রেল কর্মচারীরা কখনো বাধা দেয়নি।
আরেক মোটরসাইকেল আরোহী মোবারক হোসেন বলেন, স্টেশনের পেছনের রাস্তাটি পাথর ব্যবসায়ী দখল করে রেখেছেন। যে কারণে প্লাটফর্মের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যেতে হয়।
রেল আইন অনুযায়ী, প্লাটফর্মের ওপর দিয়ে যানবাহন চালালে সর্বোচ্চ তিন দিনের কারাদণ্ড এবং সর্বনিম্ন দেড় শ ও সর্বোচ্চ নয় শ টাকা জরিমানার বিধান আছে। তারপরও কেন যান চলাচল বন্ধ করা যাচ্ছে না— জানতে চাইলে বুড়িমারী স্টেশন মাস্টার মোকসেদ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, আইনের প্রয়োগ করতে গেলে এখানে হামলা-ভাঙচুর শুরু হয়ে যাবে। আইন না মানাই এখানকার টেন্ডেন্সি হয়ে গেছে। মোটরসাইকেল চলাচল বন্ধে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা কাজে আসেনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
Comments